অনলাইন ডেস্কঃ বঙ্গবন্ধু ও তার রাজনৈতিক সহযোদ্ধা ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু পরিষদের সদ্য প্রয়াত সভাপতি ডাক্তার এস এ মালেক স্মরণে শনিবার (১৪ জানুয়ারি) নীলফামারীতে প্রাঙ্গণে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দেশব্যাপী এ কার্যক্রম ঢাকার কলাবাগান থানার লাল ফকির মাজার সংলগ্ন বস্তিবাসীদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে শুরু হয়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য কম্বলের সাথে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা সম্বলিত লিফলেটও বিতরণ করা হয়।
দেশব্যাপী এ বিতরণ কার্যক্রম আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে গত ৬ জানুয়ারি মাসব্যাপী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক্তার এস এ মালেক এর পুত্র, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন।
ফিকামলি তত্ত্বের জনক, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. আবদুল ওয়াদুদ এর সৌজন্যে সারাদেশে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিতরণ কার্যক্রমের পূর্বে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদ, জাতীয় চার নেতা, ডা এস এ মালেক, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বলেন, কম্বল বিতরণ নিয়ে অনেক সময় লোক দেখানো রাজনীতি চলে। কিন্তু ড. আবদুল ওয়াদুদ এক্ষেত্রে এক বিরল দৃষ্টান্ত। তার বাড়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায়। তিনি ভান্ডারিয়ার মত সারাদেশের প্রায় সব উপজেলায় কম্বল বিতরণ করছেন। শুধু কম্বল বিতরণই নয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ব্যাপক জনমত গঠনে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা সম্বলিত লিফলেট গ্রামে-গঞ্জে মাঠে-ঘাটে, হাটে-বাজারে বিলি করে বেড়াচ্ছেন। স্বাধীনতা বিরোধী বিএনপি ও জামায়াতের মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে এ লিফলেট সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে একথা নিশ্চিতভাবে বলতে পারি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজুল হক, ৭৩ এর গণপরিষদ সদস্য নীলফামারী জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এডভোকেট জনাব উকিল, বঙ্গবন্ধু পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. কমলেশ চন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান,সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, উপজেলা চেয়ারম্যান সাঈদ মাহমুদ, নীলফামারী জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জুয়েল, শিক্ষক নেতা ওয়াহিদুজ্জামান সিদ্দিক, ওপেল, কনক, আস্তাক নুর আলম সহ জেলার সকল ইমাম, পুরোহিত ও গণ্যমান্য স্থানীয় নেতৃবৃন্দ।