
খোলাবাজার২৪,সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ইং: : আজ সোমবার কর অঞ্চল-৮ ঢাকার সম্মেলন কক্ষে কর অঞ্চল-৮ ও কর অঞ্চল-১৪, ঢাকার যৌথ আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অনুশীলন কার্যক্রমে আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ করের ক্ষেত্রে বিদ্যমান আইনের সংশোধন, সংযোজন, পরিবর্তন সম্পর্কিত প্রস্তাবসমূহের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (গ্রেড-১) (করনীতি) ড. সামস উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-১৪, ঢাকার সম্মানিত কর কমিশনার জনাব মোহাম্মদ মাসুদ । এছাড়া আরো উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (করনীতি) ড. মো: কাওসার আলী , কর অঞ্চল-৮ ও কর অঞ্চল-১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাগণ, সকল উপ কর কমিশনার ও সহকারী কর কমিশনার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-৮, ঢাকার মান্যবর কর কমিশনার জনাব মোহাম্মদ আবুল মনসুর।