Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শনিবার ০৪ জানুয়ারী সন্ধ্যার পরে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৬ তম বার্ষিক ক্রীড়া  ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, পৌর মেয়র এ্যাডভোকেট  সুভাষ চন্দ্র শীল, উপজেলা প্রকৌশলী মোঃ  হুমায়ুন কবির, ওসি এসএম মাসুদ উল আলম চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয়র ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মোস্তফা সরদার। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন  প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক, সঞ্চালনায় সহকারী শিক্ষক  মোঃ কাওসার হোসেন ।  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌর আওয়ামীলীগের  সভাপতি সুব্রত লাল কুন্ড, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ডাক্তার খোরশেদ আলম সেলিম,  তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হালদার, কাউন্সিলর ফিরোজ ঢালী, সাংবাদিক সরদার নজরুল ইসলাম প্রমূখ।