Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০২৩ইং: রাজধানীর প্রাণকেন্দ্র নয়াপল্টনে  অবস্থিত রূপায়ণ এফপিএবি  টাওয়ার  প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড।

গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁও এ রূপায়ণ এফপিএবি টাওয়ার  কমার্শিয়াল প্রকল্প  ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে  হস্তান্তর করা হয়।

রূপায়ণ এফপিএবি  টাওয়ার  ওনার্স এসোসিয়েশনের চীফ এডভাইজার মেহের আফরোজ চুমকি এমপি এর কাছে প্রকল্পের সকল ডকুমেন্টস হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) পি জে উল্লাহ এবং  রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলীনুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন ডিরেক্টর (অপারেশন) প্রকৌশলী সাইফুল ইসলাম, ওনার্স এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন , সেক্রেটারী মোহাম্মদ আবু নোমান, ট্রেজারার বাবুল কুমার সাহা,  রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং কাজী সারজিল হাসান, হেড অব কাস্টমার সার্ভিস মীর মাজেদুল ইসলাম, হেড অব মিডিয়া মেহেদী হাসান, কাস্টমার সার্ভিস বিভাগের ব্যবস্থাপক আবু সাইদ, মার্কেটিং বিভাগের জেষ্ঠ নির্বাহী মোঃ রেজাউল করিম  সহ প্রকল্পের সকল গ্রাহক ও রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় রূপায়ণ হারমনি প্রকল্পটি রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ৮০ তম হস্তান্তরকৃত প্রকল্প।এ প্রকল্পটি নয়াপল্টনে  ৩০ ফুট প্রশস্ত সড়ক সংলগ্ন বানিজ্যিক এলাকায়  প্রায় ৩৬ কাঠা জমির ওপর নির্মিত ২ টি বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও  ১৩ তলা বিশিষ্ট একটি সম্পূর্ণ কমার্শিয়াল ভবন।