খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৩ইং: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বৃহস্পতিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ নব নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তাদের ৩৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ ইনস্টিটিউটের সকল অনুষদ সদস্য উপস্থিত ছিলেন। মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক প্রশিক্ষণার্থীদের স্ব উদ্যোগে নিজেদের শিক্ষিত করে সকল কাজের জন্য যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দেন এবং আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং এ নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উত্তম গ্রাহক সেবা নিশ্চিতের আহ্বান জানান তিনি সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে কাজে লাগিয়ে সৎ, দক্ষ ও যোগ্য ব্যাংকার হিসেবে গড়ে তোলার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার প্রদান এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।