অনলাইন ডেঙ্ক,দৈনিক খোলা বাজারঃ অমর একুশে বইমেলায় কবি এম রহমান রানা এর কবিতাগ্রন্থ “ইচ্ছের বিরুদ্ধে”প্রকাশিত হয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে সপ্তর্ষি প্রকাশনী।
গ্রন্থটি মূলত সমসাময়িক,আত্বনির্ভরশীল, সভ্যতা,গ্রামীন স্মৃতি, ইতিবাচক ও নেতিবাচক দিক, নানান বিষয় প্রাধান্য দিয়ে কবিতা নিয়ে সাজানো হয়েছে।