খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ১৬ফেব্রুয়ারি ২০২৩ইং: সঙ্গেআছি ফাউন্ডেশন এর পক্ষ থেকে তুরস্কে ভুমিকম্পে গৃহহীন শিশুদের কিছু কম্বল উপহার দেয়া হয়েছে। ফাউন্ডেশন এর সভাপতি মো: জসিম উদ্দিন খান, বোর্ড সদস্য রিজভী নেওয়াজ কম্বলগুলো বৃহস্পতিবার বারিধারাস্থ তুরস্ক দূতাবাসে ত্রাণ সমন্নয়ক কর্মকর্তা অযগার অজিরেক এর হাতে হস্তান্তর করেন। স্বেচ্ছাসেবী সংগঠন “সঙ্গে আছি ফাউন্ডেশন” শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ বাসস্থান ও খেলাধুলার অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।