Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪, রবিবার, ১৯ফেব্রুয়ারি ২০২৩ইং: হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সব ধরনের ব্যাংকিং সেবা সহজতর করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে হজ এজেন্সী মালিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সহ-সভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল শরী’আহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মোঃ সোহেল। এছাড়াও হজ এজেন্সী মালিকগণ ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম সোশ্যাল ইসলামী ব্যাংকের হজযাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলেন, ধর্মপ্রাণ মানুষের আজন্ম লালিত স্বপ্ন হচ্ছে হজ ও ওমরাহ পালন করা। হজ ও ওমরাহ যাত্রীদের এই স্বপ্ন পূরণে আমাদের ব্যাংক সবসময় সবধরনের সেবা প্রদানে সচেষ্ট আছে। হাবকে হজ কার্ড, ইসলামী ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ধরণের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সার্বিক সহযোগিতা করতে হাব ও সোশ্যাল ইসলামী ব্যাংক একসাথে কাজ করবে। সভায় হজ এজেন্সির মালিকবৃন্দ তাদের বক্তব্যে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন।