Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ২০ফেব্রুয়ারি ২০২৩ইং: সাউথইস্ট ব্যাংক লিমিটেড বিশেষ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর আওতায় সমন্বিত কৃষি খামারের জন্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে ৩০ লাখ (ত্রিশ লাখ) টাকার অনুদান অনুদান প্রদান করেছে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন; ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি এর নিকট এক অনুষ্ঠানের মাধ্যমে ৩০ লাখ টাকার (ত্রিশ লাখ) চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর শিক্ষকবৃন্দ ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পতিত জমি কৃষিকাজের উপযোগী করা এবং অত্র কলেজের পরিত্যক্ত পুকুরটি সংস্কার করতঃ মৎস্য খামারের উপযোগীকরণের জন্য ভূমি উন্নয়ন এবং কৃষি উপকরণ ক্রয়ের লক্ষ্যে এই অনুদান প্রদান করা হয়।