
২৫ ফেব্রুয়ারি, খোলা বাজার অনলাইন ডেস্কঃ অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে দেশের সকল কাস্টমস হাউসের উপরে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এতে কাস্টম হাউসের ভেতরে বাইরে আতঙ্কে রয়েছেন কাস্টমস কর্মকর্তারা। দুদকের বিশেষ নজরদারিতে রয়েছেন বেশকিছু কাস্টমস কর্মকর্তা এছাড়া রয়েছে কয়েকটি সিন্ডিকেটের নাম।
দুদক সূত্রে জানা যায়, কাস্টমস হাউসের কর্মকর্তারা দীর্ঘদিন থেকে ঘুষ-বাণিজ্য করে আসছেন বলে জানা যায়। তাই দেশের সকল কাস্টমস হাউসের উপরে গোয়েন্দা নজরদারির জন্য টিম গঠন করা হয়েছে। এই টিম গুলো কাস্টমসের সেবা গ্রহীতাদের হয়রানি ও দুর্নীতি এবং সরকারি অর্থের অপচয় রোধে অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছে দুদক।
এছাড়া কাস্টমস হাউস এ সেবা গ্রহীতাদের হয়রানি ও দুর্নীতি এবং সরকারি অর্থের অপচয় রোধে ১০৬ নম্বরে অভিযোগ করলেই সরাসরি দুদকের ঊধ্র্বতন কর্তৃপক্ষ সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
এসব কর্মকর্তা, কর্মচারী ও সিন্ডিকেটের যোগসাজশে আমদানিকারক ও রফতানিকারকরা পণ্যের তথ্য গোপন করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। সম্প্রতি এক গোপন তথ্যের ভিত্তিতে সকল কাস্টম হাউস এর উপরে অতিরিক্ত নজরদারি রাখছে দুদক।