Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২৬ ফেব্রুয়ারি, খোলা বাজার অনলাইন ডেস্কঃ আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড কুমিল্লার মেঘনায় “মানিকার চর উপশাখা”র উদ্বোধন করে। একই দিনে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দুঃস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে ৭ ধরনের চিকিৎসা সেবায় ৪,৮১৭ জন লোকের ঔষধসহ ফ্রি চিকিৎসা এবং ৫৭৮ জনকে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, স্বতন্ত্র পরিচালক মোঃ হুমায়ুন কবির খান। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্যাংকের  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় ব্যাংকের নিকটস্থ শাখা সমুহের শাখাপ্রধানগণ, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।