Fri. Aug 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২৭ ফেব্রুয়ারি, খোলা বাজার অনলাইন ডেস্কঃ শরী‘আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়েইউনিয়ন ব্যাংক লিমিটেড এর খিলক্ষেত উপশাখা, ঢাকাএবংবিজয়পুর বাজার উপশাখা, কুমিল্লাএর শুভ উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকেভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা২ টি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকমোঃ নজরুল ইসলাম, শফিউদ্দিন আহমেদ, কুর্মিটৈালা হাই স্কুল এন্ড কলেজের সভাপতি হাজীমোঃ আসলাম উদ্দিন, খিলক্ষেত ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতিহাজীমোঃ শামছুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লা সুনাগরিক কমিটির সভাপতিশাহ আলহাজ¦ মুহাম্মদ আলমগীর খান।এছাড়াওআরো উপস্থিত ছিলেনব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ঢকা ও কুমিল্লারস্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।