শুক্র. এপ্রি ১৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
০৮ মার্চ, খোলা বাজার অনলাইন ডেস্কঃ হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ- ফুলগাজী থানাধীন বন্ধুয়া দৌলতপুর কাসেম আলী ভুইয়া বাড়িস্থ আসামী কফিল উদ্দিন(৩০) এর নিজ দখলীয় দক্ষিন দুয়ারী(এক) কক্ষ বিশিষ্ট সেমিপাকা বসতঘর হইতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১২ ঘটিকার সময় বিদেশি মদ, পেন্সিডিল উদ্ধার করেন।পুলিশের খবর পেয়ে আসামি পালিয়ে যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সূত্রে জানাযায়,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান, আসামি খবর পেয়ে পালিয়ে যান তার নিজ বসত ঘর হইতে আলামত হিসেবে উদ্ধার করা হয়, ১. একটি শপিং ব্যাগের মধ্যে কোডিনযুক্ত ফেন্সিডিল ২০(বিশ) বোতল, প্রতি বোতলে ১০০ মি.লি. করে মোট=২০০০ মি.লি. বা ২(দুই) লিটার, ২. একটি সিনথেটিক বস্তার ভিতর হি ম্যান -৯০০০ নামীয় বিয়ার ১৭(সতেরো) ক্যান, প্রতি ক্যানে ৫০০ মিলি. করে মোট=৮.৫০০ (আট দশমিক পাঁচশত) লিটার ৩. একই বস্তার মধ্যে ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভোডকা ১০(দশ) বোতল, প্রতি বোতলে ৩৭৫ মিলি করে মোট ৩.৭৫০ লিটার ৪. একই বস্তার ভিতর ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভোডকা ০৬(ছয়) বোতল, প্রতি বোতলে ৭৫০ মি.লি করে মোট= ৪,৫০০(চার লিটার পাঁচশত মি.লি.)লিটার ৫. এবং একই ব্যাগের ভিতর ম্যানসন হাউজ নামীয় বিলাতীমদ ০১(এক) বোতল ৭৫০ মি.লি. সর্বমোট-১৭.৫০০ (সতেরো লিটার পাঁচশত মি.লিটার) লিটার বিলাতীমদ ৬. ভাংগা তালা-০২টি। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।