Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১১ মার্চ, খোলা বাজার অনলাইন ডেস্কঃ সম্প্রীতি-অংশীদারিত্ব-সমৃদ্ধি ভিশন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন (JnUMAA) এর উদ্যোগে “মার্কেটিং ফিয়েস্তা-২০২৩” শীর্ষক অনুষ্ঠান ১০ মার্চ, ২০২৩ ইং ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত ম্যারিয়ট কনভেশন সেন্টারে এ অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর মার্কেটিং বিভাগের প্রাক্তন ছাত্র, শিক্ষক এবং বর্তমান ছাত্রদের মধ্যে সেতুবন্ধন করার একটি মূল পদক্ষেপ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক এবং তিনি ‘মার্কেটিং ফিয়েস্তা-২০২৩’ অনুষ্ঠানের
উদ্বোধনকালে বলেন, “মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন মার্কেটিং বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।
স্বাগত বক্তব্যে অধ্যাপক ডক্টর কামালউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উল্লেখ করেন “জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি ব্রান্ড এবং মার্কেটিং বিভাগ ও এর ছাত্র-ছাত্রীরা খুব স্মার্ট ও ক্রিয়েটিভ এবং তারা স্ব স্ব ক্ষেত্রে তার প্রমাণ রেখে চলেছে”।
ড. শেখ রফিকুল ইসলাম, অধ্যাপক ও চেয়ারম্যান, মার্কেটিং বিভাগ বলেন “এই এসোসিয়েশন শুধু ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগসূত্র স্থাপনের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। বরং কোভিড ১৯ এর মহামারিতে সামাজিক ও জনকল্যাণমূলক কাজে বিশেষ ভূমিকা রেখেছে যা প্রশংসার দাবীদার”।
জনাব শামীম হাসান সৈকত, আহবায়ক, অ্যাড-হক কমিটি, JnU-MAA বলেন, “এই পুনর্মিলনী অনুষ্ঠানটি সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার নিদর্শন। এবং অনুষ্ঠানের আয়োজক কমিটিকে ও সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন”।

অনুষ্ঠানের বেশ কয়েকটি সেশনের মধ্যে উল্লেখযোগ্য ছিল স্মৃতিচারণমূলক ভিডিও উপস্থাপন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সঙ্গীতের আয়োজন ছাড়াও প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ‘স্মৃতি ও শেকড়’ শীর্ষক একটি স্মরণিকা উন্মোচন।
আলোচনা পর্ব শেষে রাতের খাবারে যোগদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিত সকল শিক্ষক ও অ্যালামনাই।
অনুষ্ঠান শেষে ফিরে যেতে যেতে নিজেদের সেই বিশ্ববিদ্যালয় দিনের সুখ-দুঃখের স্মৃতিগুলো ভাগাভাগি করে নেন সকল অ্যালামনাই।