সুবর্ণ উল্লাসে প্রাণিবিদদের মিলন মেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উৎসবমুখর
মোঃ লুৎফর রহমানঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ১০-১১ মার্চ সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিদেশে অবস্থানরত ১ থেকে ৫২ ব্যাচের সহস্রাধিক প্রাণিবিদ ও অতিথির অংশগ্রহণে ৭৫৩ একর আয়তনের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমূখর।
১ম দিনের অনুষ্ঠামালার মধ্যে ছিল সকাল ৯ টায় আনন্দ র্যালি, সকাল সাড়ে ৯ টায় উদ্ভোধন, বিকাল ৩ টায় স্মৃতিচারণ ও সন্ধ্যা সাড়ে ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মাহবুব হাসানের সভাপতিত্বে, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. নুজহাত আরা মুন্নির সঞ্চালনায় সুবর্ণ জয়ন্তীর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির অর্গানাইজিং সেক্রেটারি ড. এম নজরুল ইসলাম।
উক্ত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য যথাক্রমে প্রফেসর ড. মোঃ সুলতান-উল-ইসলাম, প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির, জীব বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল আলম।
অন্যান্য সম্মানিত অতিথির মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক প্রাণিবিদ্যার ছাত্রী ও সাবেক বাংলাদেশ নির্বাচন কমিশনার কবিতা খানম, প্রাণিবিদ্যার প্রফেসর, বাংলাদেশে কৃত্রিম মৌমাছি চাষের অন্যতম পথিকৃৎ ও প্রবীন প্রাণিবিজ্ঞানী প্রফেসর ড. মোঃ মাহাতাব আলী, প্রাণিবদ্যা ১ম ব্যাচের ছাত্র বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, প্রাণিবিদ্যার প্রফেসর ও প্রবীন প্রাণিবিজ্ঞানী প্রফেসর মোঃ সহরাব আলী প্রমুখ।
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের ২য় দিনে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আর স্মৃতিচারণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আনন্দঘন হয়ে ওঠে। এই অনুষ্ঠানটির সঞ্চালণা করেন প্রাণিবিদ্যার প্রফেসর ড. রেজিনা লাজ। ১১ মার্চ দূপুরের লাঞ্চের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।