Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এই অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ নাটোরের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই মামলায় শনিবার দুপুরে আসামীদের কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাতে ফুলবাড়ী থানার এস আই ইব্রাহীম খলিলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বারো মাসিয়া নদীর বাঁশের ব্রিজ এলাকায় অভিযান চালায়। পুলিশের অভিযানে ৬’শ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন, নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের ৪ নং মৌজার মৃত মজনু মিয়ার ছেলে লিটন মিয়া (৩২) ও একই জেলার লালপুর থানার বেলগাছি গ্রামের ২ নং মৌজার আজাহার আলীর ছেলে জয়নাল আবেদীন (৩০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।