Thu. Dec 12th, 2024
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২০ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্ক : সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে এক বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের আক্রমণে একই পরিবারের নারীসহ ৪ জন আহত হয়েছেন। এসময় চক্রের এক সদস্যকে স্থানীয়রা আটক করে।

জানা গেছে, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দুমকি-লেবুখালী সড়কের পাশে দুমকি সাতানী গ্রামের রুহুল আমিন শরীফের বাড়িতে গ্রিল কেটে ৬-৭ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রবেশ করে। তারা বাসায় অবস্থানরত পরিবারের সদস্যদের মাথায় অস্ত্র ঠেকিয়ে আনুমানিক নগদ ৬০ হাজার টাকা, একটি স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায়। তখন তাদের হামলায় ওই পরিবারের হোসনেয়ারা বেগম (৫৫) গুরুতর জখম হয়েছেন। এছাড়াও শিহাব (১৮), সুখী (২৩) এবং জামাতা সাকিব ফারুক (২৫) আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যরা সজাগ হলে তাদের ডাক চিৎকারে বাসার সকল লোকজন এবং প্রতিবেশীরা একত্রিত হয়ে ওই বাড়িতে জড়ো হয়ে দৌড়ে ডাকাত দলের এক সদস্য সালাম হাওলাদার (৩৮) কে আটক করতে সক্ষম হন।

দুমকি থানার অফিসার্স ইনচার্জ আবদুস সালাম বলেন, ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা যাকে আটক করেছে তাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ডাকাতির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।