Wed. Oct 22nd, 2025
Advertisements
২১ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ ফেরদৌস আলম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ সহ যাদুলাল বাবু ওরফে জয় (৪৭) ও ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়। চোলাইমদ ব্যবসায়ী জয় উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের ডোমেরহাটস্থ মৃত হীরালালবাবুর ছেলে। এদিকে, একই ইউনিয়নের বেকাটারী গ্রামে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদীসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এরা হলো উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের মৃত মেছের উদ্দিনের ছেলে শাহজাহান (৩৫), আফতাব আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৩), সালেক মন্ডলের ছেলে জহুরুল মন্ডল (৩২) ও মছির উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৩২)।  থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চোলাইমদ ব্যবসায়ী, ৪ জুয়াড়িসহ বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানামূলে আরো ৫ আসামীকে গ্রেপ্তার পূর্বক আদালতে পাঠানো হয়েছে। আসামী যাদুলালবাবু ওরফে জয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।