২১ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ কলাপাড়া পৌরসভার একটি সড়ক দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসীন্দা আব্দুর রাজ্জাক তালুকদার এবং আলম খান এর বিরুদ্ধে সেখানকার ৩০টি পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, কলেজ রোডের সঙ্গে সংযুক্ত উত্তরমুখী হামিদ মুন্সীর বাড়ির দিকে চলাচলের ১০ ফুট প্রস্থ সড়কটির অন্তত ৫-৬ ফুট দখল করে একটি মহল দেয়াল নির্মাণ করছে। ফলে চলাচলের জন্য মাত্র ৩ফুট প্রস্থ ছাড়া বাকিটা দখল হয়ে যাচ্ছে। সেখানকার ৩০ পরিবারের পক্ষে হেনা ইসলাম তার লিখিত অভিযোগে আরও জানান, খেপুপাড়া মৌজার বিএস ৯৪৫৭ নম্বর দাগের এই রাস্তাটি দখল করে দেয়াল নির্মাণের কাজ বন্ধের জন্য পৌরসভার মেয়রসহ বিভিন্ন মহলে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না।
হেনা ইসলাম দাবি করেছেন, কলাপাড়ার বাসিন্দা ফয়জুল ইসলাম আশিক তালুকদার প্রভাব খাটিয়ে তার পরিবার এই দখল কার্যক্রমের সঙ্গে জড়িত। এ ব্যাপারে ফয়জুল ইসলাম আশিক তালুকদার জানান, আমরা আমাদের বিএস দাগের মধ্যে রয়েছি। আমরা রাস্তা দখল করিনি। অপর অভিযুক্ত আলম খানের ভাই শাহীন খান জানান, তারাও তাদের রেকর্ডীয় জমির মধ্যে রয়েছেন।
ওই ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রশিদ খালাসী জানান, সরেজমিনে গিয়ে দেখিছি। আলম এর দেয়াল এক দেড়ফুট রাস্তার মধ্যে এসেছে। এছাড়া নতুন করে আশিক তালুকদার দেয়াল নির্মাণ করায় ওই রাস্তা দিয়ে এখন একটি রিক্সা চলাচলেও সমস্যা হয়।
কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।