২১ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ ‘সুস্থ শরীর সুস্থ মন যদি থাকে সমৃদ্ধ বন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী বন বিভাগের উপ বন সংরক্ষক মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আব্দুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান। এছাড়া আরও বক্তব্য রাখেন পরিবেশবিদ মানস কান্তি দত্ত, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, পটুয়াখালী টিভি জার্নালিস্ট ফোরামর সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, এনিমেল লাভার অব পটুয়াখালী সংগঠনের সদস্য আবদুল কাইউম ও মোঃ নিপু ।
বক্তারা বলেন, প্রতিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বিবেচনায় আমাদের টিকে থাকার জন্য প্রাকৃতিক বন পুনরুদ্ধার ও সংরক্ষণে তৃণমূল পর্যায়ে আরো সচেতনতা বাড়াতে হবে। এর লক্ষ্যে সকলকেই এগিয়ে আসতে হবে।
এর আগে সভায় সাগত বক্তব্য রাখেন পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ তারিকুল ইসলাম।