২৬ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ সুনান বিন মাহাবুব, পটুয়াখালী: পটুয়াখালীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ সকালে ডিসি মঞ্চে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৫.৫৭ মিঃ স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তাবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, পুলিশ প্রশাসন, র্যাব, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুনীতি দমন কমিশনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দরা। পরে সকাল ৮ টায় স্টেডিয়ামে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।