২৮ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ নোয়াখালীর চাটখিল উপজেলার প্রধান সড়ক, মারকাজ মসজিদ সংলগ্ন স্থানে, সি এন জি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির ড্রাইভার নিহত হয়। স্হানীয় সুত্রে জানা যায় মঙ্গলবার (২৮শে মার্চ) সকাল ০৮ টার সময় রড বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সমনে থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে স’জোরে ধাক্কা দিলে সিএনজিটি রাস্তার পাশে পড়ে যায় এবং ট্রলি-টি রাস্তায় উপর উল্টে পড়ে গেলে সাথেসাথে ট্রলির ড্রাইভার আলমগীর ( ৩৫) মারা যায়। সিএনজি ড্রাইভার ও কয়েকজন যাত্রী আহত হন। খোঁজ নিয়ে জানাযায়, ড্রাইভার আলমগীরে বাড়ি নেত্রকোনা জেলায়, সে দীর্ঘ দিন চাটখিলে বাসা নিয়ে থাকেন। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে যান। নিহত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।