ইকবাল হোসেন, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করেছে শালিখা থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৫টার দিকে উপজেলার সীমাখালী বাজারে সোহাগ কাউন্টারের সামনে থেকে গাঁজাসহ নূর হোসেন(২২), পিতা- ফরিদ মিয়া, মুসলিম পাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি ও জুয়েল মোল্যা(২৭), পিতা- সিদ্দিক মোল্যা, ধনেশ্বরগাতী, শালিখা, মাগুরা কে আটক করা হয় এবং মুরাদ(৩৯) পিতা- সুরত আলী মুন্সী, ধনেশ্বরগাতী, শালিখা, মাগুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শালিখা থানার ওসি মোঃ মোশাররফ হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাখাওয়াত, এসআই মঈন, এসআই জসিম উদ্দিন ও এসআই সাইদুর রহমান সহ পুলিশের একটি দল সীমাখালী সোহাগ কাউন্টারের সামনে গাঁজাসহ দাড়িয়ে থাকা দুই জনকে আটক করে। উদ্ধার কৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। তাদের বিরুদ্ধে শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।