সোম. জুন ৫, ২০২৩
Advertisements

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ কুয়াকাটা সমুদ্র সৈকতের লাগোয়া নামক স্থানে সরদার গেস্ট হাউস নামে টিনসেড স্থাপনা নির্মান করা হয়েছে যা পর্যটকদের জন্য ঝুকিপূর্ন। স্থাণীয় ব্যবসায়ীদের অভিযোগ এই স্থাপনার কারণে সাগরে জোয়ারের সময় পর্যটকের হাটার স্থান থাকেনা। জোয়ারের ঝাপটা লাগে ওই স্থাপনায়। নড়বড়ে স্ট্রাকচারে গড়ে ওঠা ওই স্থাপনাটি কালবৈশাখী ঝড়সহ জলোচ্ছ্বাসের ঝাপটায় বিধ্বস্ত হয়ে দুর্ঘটনার শঙ্কা রয়েছে।

দেখা গেছে, কুয়াকাটা শুন্যপয়েন্টের পশ্চিম পাশেই সৈকতের বেলাভূমে তোলা হয়েছে ঝুকিপূর্ণ এই স্থাপনাটি। এটিতে সৈকতের সৌন্দর্যহানি ঘটছে। এ স্থাপনার মেরামত কাজে আবার সৈকতের বালু কেটে ব্যবহার করা হচ্ছে।

এদিকে এই স্থাপনার মালিকের সাথে যোগাযোগেন চেস্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।