সুনান বিন মাহাবুব, পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে রাশেদুল ইসলাম (৩০) নামের এক যুবককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে এগারোটায় ভুক্তভোগী বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ্য করে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে ওইদিন সন্ধ্যা ৭ টায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দরগা শরীফ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এই ঘটনাটি ঘটে।
অভিযুক্তরা হলেন, মোঃ জিলোন মাঝি (২২), মোঃ মিলন মাঝি (২৪) মোঃ সুমন মাঝি (৩০) মোঃ রাজিব মাঝি (২৪) মোঃ ওলি পিয়ন (২০) মোঃ শাহিন, মোঃ রিফাত মাঝি।
অভিযোগ থেকে জানা গেছে, অভিযুক্তরা রাশেদুল ইসলামের প্রতিবেশী। তাদের সাথে কিছু টাকা-পয়সা নিয়ে রাশেদুল ইসলামের পূর্ব বিরোধ ছিলো। বিরোধের জের ধরে রবিবার (২৩ এপ্রিল) বিকাল ৬ টায় রাশেদুল ইসলাম তার বাড়ী থেকে মির্জাগঞ্জ মাজার শরীফে যাওয়ার জন্য রওয়ানা দেয়। মির্জাগঞ্জ মাজার শরীফ সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছানো মাত্র অভিযুক্তরা রাশেদুল ইসলামের উপর অতর্কিত হামলা করে পিটিয়ে জখম করে। তখন রাশেদুল ইসলাম ডাক-চিৎকার দিলে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে।
এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে কল করা হলে তারা ফোন রিসিভ করেননি।
এবিষয় মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।