Thu. Apr 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ফেরদৌস আলম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিরোধপূর্ণ জমির ধানকাটা বন্দ করে দিলেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইসলাম হোসেন। জানা গেছে উপজেলার ১৪ নং চন্ডিপুর ইউনিয়নের মৃত তফাজ্জল হোসেন নিজ কন্যা মহিমা বেগম ও সোনা ভান বেগম কে ১-একর ৩৫-শতাংশ জমি লিখে দিয়ে মৃতবরণ করেন। উল্লেখিত দুইবোন দীর্ঘদিন থেকে উক্তজমি চাষাবাদ করে আসছে। গত সোমবার সকালে তাদের ভাই হাবিজার রহমান কিছু সংখ্যক লোক নিয়ে বোন মহিমা ও সোনাভানের আবাদকৃত বোরধান ক্ষেত নিজের দাবি করে ধান কাটা শুরু করলে মহিমা ও সোনাভান কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন। কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত ইনচার্জ ইসলাম হোসেন অভিযোগটি আমলে নিয়ে এস আই মশিউর রহমানকে কয়েকজন ফোর্সসহ ঘটনা স্থলে পাঠিয়ে দেন। এস আই মশিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি আইনের মাধ্যমে নিরসনের পরামর্শ প্রদান করেন এবং উভয় পক্ষ কে ধানকাটা থেকে বিরত থাকার নির্দেশ দেন।

   উল্লেখ্য যে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইসলাম হোসেন যোগদান করার পর থেকে এ রকম ছোট-খাটো বিষয়গুলি নিজ দায়িত্বে নিরসন করে আসছেন। যার ফলে পুলিশের উপর মানুষের আস্হা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।