Wed. Apr 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার অনলাইন ডেস্কঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৩৯তম সভা ২৫ এপ্রিল ২০২৩তারিখে ঢাকায়ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমেঅনুষ্ঠিত হয়।ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ও শরি‘আহ্ সুপারভাইজরি কমিটিরপর্যবেক্ষককাজী আকরাম উদ্দিন আহ্মদ এবং ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক কাজী খুররম আহমেদ-এর উপস্থিতিতে,শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোঃ সাইফুল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কমিটিরসদস্য ফরিদউদ্দীন আহমেদ, ড. মোঃ মঞ্জুর-ই-এলাহী ও মুহাম্মদ মনসুর আল হকএবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমানউপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব শরি‘আহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।