Tue. Apr 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

জসিম আহামেদ ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় স্ত্রীকে মোবাইল ফোনে লাইভে রেখে জান্নাতুল নাঈম (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ী ফাঁসিত ঝুলে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ী এলাকার কাশর চৌরাস্তা আমেনা বেগমের রান্না ঘর হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে এক খাবার হোটেলে। জান্নাতুল নাঈম ওই হোটেলের মালিক ছিলেন।

স্থানীয় সুত্রে জানাযায়, জান্নাতুল নাঈম ও তার স্ত্রী আমেনা বেগমের সাথে ঘটনার দিন সকালে পারিবারিক কলহের কারণে ঝগড়া হয়। আমেনা বেগম গুলশানের একটি বাসায় রান্নার কাজ করেন। আমেনা বেগম তার কর্মস্থলে চলে গেলে ঘটনার রাতে সে লাইভে এসে লাল রংয়ের গামছা দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

নিহত জান্নাতুল নাঈমের স্ত্রী আমেনা বেগম জানান, বুধবার (২৬-০৪-২০২৩) তারিখ রাত ১০টার দিকে তার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে স্বামী জান্নাতুল নাঈম নিজেই ভিডিও কলে এসে ফাঁসির ঘটনা দেখায়। আমেনা বেগম তাৎক্ষণিক ফোন কেটে স্থানীয়দের বিষয়টি মোবাইল ফোনে অবগত করলে স্থানীয়রা এসে জান্নাতুল নাঈমের ঝুলন্ত মরদেহটি ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে থানায় খবর দেয়।

ভালুকা মডেল থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, নিহতের স্ত্রী আমেনা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে মোবাইল ফোনে ভিডিও কলের কথার প্রমাণ পাওয়া গেছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।