সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীতে বজ্রপাতে আলমগীর খান নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। শুক্রবার ৫ টার দিকে এ ঘটনা ঘটে। আলমগীর খান দক্ষিণ জামুরা গ্রামের মৃত মালেক খানের ছেলে
জানা গেছে, নিহত আলমগীর খান লাউকাঠী ইউনিয়নের সিপাই বাড়ির পশ্চিম পাশের মাঠে মুগডাল খেতে কাজ করতে যান। বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়া এবং বজ্রপাত হয়। পরে প্রতিবেশী লোকজন তাকে মৃত অবস্থায় মুগডাল খেতে পরে থাকতে দেখে।
পটুয়াখালী সদর থানার এসআই মাসুদ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।