আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বানারীপাড়ায় বিপ্লবীনেতা, মুক্তিযোদ্ধের সংগঠক, প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের নেতা কুমুদ বিহারী গুহ ঠাকুরতার (কুমুদা) ৪৯তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। শুক্রবার ২৮ এপ্রিল সকাল ৮ টায় বানারীপাড়া পাবলিক লাইব্রেরীর পাশে তাঁর স্মৃতি স্তম্ভে পুষ্পগুচ্ছ প্রদান করা হয়। এ সময় কাউন্সিলর গৌতম সমাদ্দারের সভাপতিত্বে আলোচনা করেন নতুনমুখ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মানিক। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি দেবাষীশ দাস, নতুনমুখ সম্পাদক মোঃ শাজাহান, সাংবাদিক এস মিজানুল ইসলাম, সাবেক শিক্ষক হরে কৃঞ্চ বিশ্বাস, সাবেক শিক্ষক আষীশ রঞ্জণ ঘোষ, হিন্দু বৌদ্ধ খৃীস্টান ঐক্য পরিষদের সম্পাদক দেব কুমার সরকার, পৌর আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক রিপন বনিক প্রমূখ। এসময় কুমুদা আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। কুমুদ বিহারী গুহ ঠাকুরতার ছিলেন ব্রিটিশ বিরোধী সহ বিভিন্ন আন্দোলন ২৭ বার কারা বরণ করেছিলেন।#