
উক্ত দিবসে জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আলমগীর কবির, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌরমেয়র জনাব মো: কাজিউল ইসলাম, সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ মঞ্জুর-এ-মুর্শেদ র্যালী ও আলোচনাসভায় অংশগ্রহন করেন।
কুড়িগ্রাম বিচারবিভাগের নারী ও শিশু ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক জনাব এসএম নুরুল ইসলাম ও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলমগীর কবির শিপন সহ সকল বিচারক ও জজ বৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলা বারের সভাপতি জনাব মোঃ আবু মুসা, সাধারন সম্পাদক জনাব মোঃ আমজাদ হোসেন সহ বিজ্ঞ আইনজীবী বৃন্দ র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
লিগ্যাল এইড মেলায় ব্রাক, ফ্রেন্ডশিপ এনজিও সহ অনেক উন্নয়ন সংস্থা স্টল বরাদ্ধ নেন।
কুড়িগ্রামে জেলা আইনগত সহায়তা দিবস ২০২৩ র্যালীতে জেলা পুলিশের নান্দনিক ব্যান্ডদল র্যালীকে করেছে জাকজমকপূর্ন। অন্যদিকে পুরো অনুষ্ঠানজুড়ে জেলা পুলিশের নিরাপত্তা সেবা নিশ্চিত করা হয়েছে।