অন্তর কুমার রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পূজা উদযাপন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮শে এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়া সম্মেলনে আগামী তিন বছরের জন্য সংগঠন দু’টির উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য শ্রী উদয় শঙ্কর চক্রবর্তী জানান, আজকের সরকার অত্যন্ত বিনতার সাথে সাম্প্রদায়িক সুরক্ষা বলয় তৈরী করতে চাইছেন। প্রধানমন্ত্রী চাইছেন এদেশের হিন্দুরা নিরাপত্তায় থাক। তিনি আরো জানান, সনাতনী ধর্মাবলম্বীদের যেকোনো মুহূর্ত কোথাও কোন সমস্যা হলে আমাকে জানাবেন। আমি সর্বদাই আপনাদের পাশে থাকবো।
সম্মেলনের প্রধান বক্তা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শ্রী ছানালাল বকসি বিশেষ কাজে বাহিরে থাকার কারণে সম্মেলনে উপস্থিত হতে পারেনি। পরে ফোনের মাধ্যমে তিনি কমিটি তৈরি করার নির্দেশ দেন।
সম্মেলনের উদ্বোধক কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস বলেন, বাংলাদেশ উদযাপন পরিষদ সকল মন্দিরের পুজা অর্চনা সুষ্ঠ ও সুন্দর ভাবে যেন হয় তার দেখভাল নিশ্চিত করা এবং সম্প্রতি গড়ে তোলা। তিনি আরো বলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ১৯৮৮ সালের একটি অরাজনৈতিক অধিকার ভিত্তিক সংগঠন। সনাতন ধর্মাবলম্বী মানুষদের দাবি আদায় করাই হচ্ছে এই ঐক্য পরিষদের উদ্দেশ্য। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার নির্দেশ দেন।
সম্মেলনে সকল সনাতনীদের উপস্থিতির সম্মতিক্রমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মনোনীত হন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ দেব এবং সাধারণ সম্পাদক মনোনীত হন গোপাল চন্দ্র প্রসাদ। ভূরুঙ্গামারী পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোনীত হন স্বপন কুমার সাহা এবং সাধারণ সম্পাদক মনোনীত হন কার্তিক চন্দ্র সাহা।
এসময় উপস্থিত ছিলেন, , ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সরকার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন।