মেইল বক্স, অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের সদস্য সচিব নির্বাচিত কবির হোসেন পোদ্দার॥
নিউইয়ার্ক (বাফেলা )আওয়ামী লীগের সম্মেলনে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন পিরোজপুর, ভান্ডারিয়ার কৃতি সন্তান কবির হোসেন পোদ্দার।আগামী ১৩ই মে (বাফেলা) নিউইয়ার্ক আওয়ামী লীগের অনুষ্ঠিত হবে
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর নিজস্ব প্যাডে, সভাপতি সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এর স্বাক্ষরিত এক বিবৃত্তিতে নিউইয়ার্ক (বাফেলা )আওয়ামী লীগের সম্মেলনের সদস্য সচিব নির্বাচিত হন কবির হোসেন পোদ্দার॥
কবির হোসেন পোদ্দার ছাত্র জীবন থেকে ছাত্রলীগের সাথে জড়িত, তিনি ভান্ডারিয়া উপজেলা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেন, বর্তমানে নিউইয়ার্ক, ব্যবসায়ী এবং ভান্ডারিয়া উপজেলায় তার বড় ভাই প্রায়ত আবুল কালাম পোদ্দারের নামে একটি ফাউন্ডেশন করে মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন এবং সোস্যাল মিডিয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর দুই আসনের প্রার্থী হবেন বলে বিভিন্ন পোস্টাল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন॥