ফেরদৌস আলম,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজিবপুর গ্রামের জনৈক সফিয়াল হোসেনের চাষ করা জমির ধান জোর পূর্বক কর্তন করেছেন প্রতিবেশী হায়দার আলী গং।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দলবল নিয়ে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে হায়দার আলী গং সফিয়াল হোসেনের উক্ত পরিমাণ জমির পাকা ধান কর্তন করে নিয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির বর্ণনা উল্লেখ করে সফিয়াল হোসেন থানায় অভিযোগ করেন। এ ব্যাপারে ঐ জমিতে সেচ পাম্পের মালিক ঐ গ্রামের আবু বক্কর সিদ্দিক জানান, বরাবরের ন্যায় এবারেও সফিয়াল হোসেন তার এ জমিতে হাল চাষ করে যথারীতি আবাদ করেছেন।
তার সেচ বাবদ খরচ সফিয়াল হোসেন দিয়েছেন। অথচ, গত বুধ ও বৃহস্পতিবার (২৬ ও ২৭ এপ্রিল) হায়দার আলী গং জোর পূর্বক সফিয়াল হোসেনের পাকা ধান কর্তন করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সফিয়াল হোসেনের স্বত্বদখলীয় জমিতে চাষ করা ধান জোর পূর্বক কেটে নিয়ে গেছেন প্রতিপক্ষ হায়দার আলী গং। হায়দার আলী জানান, জমি-জমা সম্পর্কিত বিরোধ আছে। সফিয়াল হোসেন জানান, প্রতিপক্ষ হায়দার আলী গং প্রভাবশালী ও শান্তিপ্রিয় নয়। তারা জোর পূর্বক জমির পাকা ধান কর্তন করে তার ক্ষতি সাধন করেছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করেছেন।
থানার এএসআই সাহাদৎ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের কাছ থেকে জানতে পেয়েছি হায়দার আলী গং আইন অমান্য করে জমির ধান কর্তন করেছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।