সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলা শ্রমিকলীগ এবং জেলা প্রশাসনের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এমপির নেতৃত্বে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. সুলতান আহমেদ মৃধার সভাপতিত্বে ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন-৩২৯ এর সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩২৯ এর সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগর সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ারসহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ।