
এসএসসি পরীক্ষার্থী আল নোমান জানান,আজ সকাল ৮:৩০ টার দিকে সিএনজি যোগে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেই,যদিও পরীক্ষা শুরু হয় সকাল ১০ টায়।তারপরও যানজট থেকে রক্ষা পেতে দেড়ঘন্টা আগে রওয়ানা দিই।কিন্তু মাঝিরঘাট সেতুতে উঠতেই দেখা যায় তীব্র যানজট, ৩০-৩৫ মিনিটের মধ্যেও যানজট শেষ না হওয়ায় পরবর্তীতে খুরুশকুল রাস্তার মাথা হয়ে রিক্সা নিয়ে কেন্দ্রে প্রবেশ করি অনেকেও পায়ে হেঁটে চলে আসে।
একই অভিযোগ শত-শত শিক্ষার্থী ও শহরমুখী মানুষের।এ বিষয়ে সমাজকর্মী আলিম উদ্দিন জানান,খুরুশকুল মাঝিরঘাট সংযোগ সেতু নির্মাণ হওয়ার পর থেকে খুরুশকুল ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্হার পরিবর্তন ঘটে,যার আগে নৌকা নিয়ে ঘাট পেরোতে হতে মানুষের।তবে বর্তমান সময়ে এই সেতু দিয়ে খুরুশকুল ইউনিয়ন ছাড়াও পাশ্ববর্তী নবগঠিত ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া উপজেলার জনগণের যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে মাঝিরঘাট সেতু। অন্যদিকে জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণে কারণে ভুমিহীন জনগোষ্ঠীর জন্য তৈরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আশ্রয়ন প্রকল্পে বসবাসরত জনগোষ্ঠী, খুরুশকুলের পূর্ব হামজার ডেইলের বামনের কাটা নামক স্হানে নতুন করে ৮০ টি পরিবার ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র কর্মরত জনশক্তি ও তাদের মালামাল ব্যবহৃত যানবাহনের বাড়তি চাপের কারণে সৃষ্টি হচ্ছে এই যানজট।
এ বিষয়ে খুরুশকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন মিনু জানান,এসএসসি পরীক্ষা শুরুর আগের দিন পুরোপুরি খুরুশকুল ইউনিয়নে বড় যানবাহন বিশেষ করে ট্রাক-ডাম্পার বন্ধের জন্য মাইকিং করা হয়েছে, সুষ্ঠুভাবে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে পরিষদের গ্রাম পুলিশ সকাল ৮ টা থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত মোট ৬ জন গ্রাম পুলিশ সেতুর প্রবেশ মুখ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মোড়ে যানজট নিরসনে কাজ করছে, পাশাপাশি পরিষদের সদস্য হিসেবে প্রতিদিন যাতায়াত নির্বিঘ্ন রাখতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটি ১০ জনের টিম কাজ করছে।
এ বিষয়ে ট্রাফিক পুলিশ কক্সবাজার এর এক সিনিয়র কর্মকর্তা জানান,কক্সবাজার শহরের যে সকল স্হানে এসএসসি পরীক্ষার হল রয়েছে সেখানে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়ে়ছে , পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে পৌঁছাতে মোটর সাইকেল ও ট্রাফিক পুলিশের নিজস্ব পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।