Thu. Apr 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

দৈনিক খোলা বাজার,অনলাইন ডেস্কঃ ৩০ এপ্রিল ২০২৩ তারিখ রবিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয় ভবন চত্বরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম; পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন; রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলামসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান; বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী; প্রজেক্ট ডাইরেক্টর এসইসিপি; উপ-মহাব্যবস্থাপক, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী ও সিবিএ-র নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ বাবর আলী; বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; সহকারী মহাব্যবস্থাপক, ঢাকা কর্পোরেট শাখা এবং ব্যাংকের ১৮টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে একজন সৎ, দক্ষ, যোগ্য ও গতিশীল ব্যাংকার হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর কর্তব্যনিষ্ঠা এবং যোগ্য নেতৃত্বে রাকাব-এর যে উন্নতি সাধিত হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। তারা বিদায়ী ব্যবস্থাপনা পরিচালকের অবসরকালীন সাফল্য এবং পারিবারিক সুখ ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে ক্রেস্ট প্রদান করা হয়।