Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
আব্দুল আউয়াল, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বুধবার ০৩ মে ১০ টায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এনজিও  রুপান্তরের বাস্তবায়নে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সাক্ষাতকার ভিত্তিক পাঁচটি ধাপে মতবিনিময় অনুষ্ঠিত হয়।মতবিনিময়ে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের তথ্য হালনাগাদকরণ ও অগ্রগতির মূল্যায়ন- ২০২৩ করা হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, হেলভেটাস সুইস ইন্টার কো- অপারেশন এর কারিগরি সহায়তা করা হয়।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী সরকার, সাংবাদিক এস মিজানুল ইসলাম, শিক্ষক হিমাংশু, প্যানেল চেয়ারম্যান ফরিদ হোসেন, ইউপি  সচিব শারমিন, উদ্যোক্তা মাসুদ পারভেজ, বাইশারী ইউনিয়ন নারী উন্নয়ন ফোরামের সদস্য নাজমুন  জাহান পলি, দশম শ্রেণির ছাত্র মোঃ  তাসিন, অপরাজিতা নারীসদস্য বৃন্দ, সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ সাক্ষাৎকারে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন রুপান্তরের এ্যাডভোকেসী নেটওয়ার্কিং সমন্বয়কারী ঝুমু কর্মকার,  ক্লাস্টার মনিটরিং সমন্বয়কারী তিভীর মোসারফ, জেলা সমন্বয়কারী নুর-ই- আজম হায়দারী, মাঠ সমন্বয়কারী মুনজিলা এবং শাকীলা আজিজ।