মেইল বক্স,অনলাইন ডেস্ক,দৈনিক খোলা বাজারঃ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড -এর পরিচালক পর্ষদের ৩৫৮তম সভা ০৩ মে ২০২৩ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবংসামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব আব্দুল করিম (নাজিম), পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেনখান, এমপি; ইঞ্জি. মোঃ তৌহিদুর রহমান, জনাব এ. কে. আজাদ, জনাব ফকির আখতারুজ্জামান, জনাব মোঃমশিউর রহমান চমক, মিসেস তাহেরা ফারুক,মিসেস জেবুন নাহার এবংস্বতন্ত্র পরিচালক জনাব নাসির উদ্দিন আহমেদ ডিজিটাল প্লাটফর্মে অংশ গ্রহণ করেন। তাছাড়াপরিচালকবৃন্দ জনাব মোঃসানাউল্লাহসাহিদ, জনাব মোঃআব্দুলবারেক, জনাবখন্দকারশাকিবআহমেদ, জনাব মোহাম্মদনাছিরউদ্দিনখানও জনাবফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক জনাব একরামুলহক ও জনাব কে. এ. এম. মাজেদুররহমান, ব্যাংকেরব্যবস্থাপনাপরিচালক ও সিইওজনাব মোসলেহউদ্দীনআহমেদ এবং কোম্পানিসচিবজনাব মোঃআবুলবাশারউপস্থিত ছিলেন।