
রবিবার (০৭মে) সকাল ১০ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের জাকারিয়া ইসলাম নামে এক গরীব কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছেন।
বাংলাদেশ ছাত্রলীগ নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি কৃষ্ণ চন্দ্র রায় জানান, রবিবার সকালে নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের কর্মীদের নিয়ে বিনামূল্যে অসহায় কৃষক জাকারিয়া ইসলামের ২৩ শতাংশ জমির ধান কাটাসহ মাড়াই করে দেওয়া হয়েছে এবং সেই সাথে নাওডাঙ্গা ছাত্রলীগ চলতি বোরো ধান কাটা ও মাড়াইয়ে টানা এক সপ্তাহ ধরে গরীব মানুষদের বিনামূল্যে কাটা কর্মসূচি অব্যাহত রাখবেন।
তিনি আরও জানান দেশে একমাত্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কৃষকদের পাশে থেকে কৃষকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
উপজেলার কৃষক জাকারিয়া ইসলাম জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ক্ষেতের ধান কেটে মাড়াই করে দিয়ে অনেক টাকা বাঁচিয়ে দিলেন। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ।
এ সময় ধান কাটাসহ মাড়াই কাজে অংশ নেন বাংলাদেশ ছাত্রলীগ নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সকল নেতাকর্মীগন।