অনলাইন ডেস্ক,দৈনিক খোলা বাজারঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), গাইবান্ধা জোন-এর শাখা ব্যবস্থাপকদরে পারফরমন্সে মূল্যায়ন সভা মহাব্যবস্থাপক, রংপুর, বভিাগীয় র্কাযালয় মোঃ বাবর আলীর সভাপতত্বিে গাইবান্ধা র্সাকটি হাউস সম্মলেন কক্ষে গত ০৯.০৫.২০২৩ তারখি মঙ্গলবার বকিালে অনুষ্ঠতি হয়।
উক্ত সভায় প্রধান অতথিি ছলিনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরচিালক (চলতি দায়ত্বি)ে কাজী আব্দুর রহমান, বশিষে অতথিি হসিবেে উপস্থতি ছলিনে রাকাব, প্রধান র্কাযালয়-এর ঋণ আদায় বভিাগরে উপ-মহাব্যবস্থাপক, জয়িাউদ্দনি আকবর, আইন বভিাগরে উপ-মহাব্যবস্থাপক, মাহমুদুল আলম। রাকাব, গাইবান্ধা জোনরে ২৫ জন ব্যবস্থাপকরে অংশগ্রহণে উক্ত মূল্যায়ন সভায় গাইবান্ধা জোনরে প্রত্যকেটি শাখার ২০২২-২০২৩ র্অথবছররে ব্যবসায়কি লক্ষ্যমাত্রার বপিরীতে র্অজতি সাফল্য র্পযালোচনা করা হয় এবং আগামী ৩০.০৬.২০২৩ তারখি র্পযন্ত সকল ব্যবসায়কি ইন্ডকিটেররে লক্ষ্যমাত্রা শতভাগ র্অজনরে জন্য প্রয়োজনীয় দকি নর্দিশেনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দনে গাইবান্ধা জোনরে জোনাল ব্যবস্থাপক, মহব্বত আলী বশ্বিাস। প্রধান অতথিি তাঁর বক্তব্যে সকল শাখা ব্যবস্থাপককে তাঁদরে সহর্কমীগণকে নয়িে র্অথবছররে অবশষ্টি সময়ে কঠোর পরশ্রিমরে মাধ্যমে ব্যবসায়কি লক্ষ্যমাত্রাসমূহ শতভাগ র্অজনরে নর্দিশেনা দনে। তনিি সকলকে শততা ও স্বচ্ছতার সাথে কাজ করে উত্তম গ্রাহক সবো নশ্চিতি করার নর্দিশে দনে।