Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

অনলাইন ডেস্ক,দৈনিক খোলা বাজারঃ  ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম অঞ্চলের১ম ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভাউদ্বোধনকরেনব্যাংকেরব্যবস্থাপনাপরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।বিশেষঅতিথি হিসেবেউপস্থিত ছিলেনউপ-ব্যবস্থাপনাপরিচালকমোঃনজরুলইসলামএবংশফিউদ্দিনআহমেদ।এছাড়াওউপস্থিত ছিলেনচট্টগ্রামঅঞ্চলেরসকল শাখার শাখাব্যবস্থাপকবৃন্দ। প্রধানঅতিথির বক্তব্যে ব্যবস্থাপনাপরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরীসমবেতসকলকেত্রৈমাসিক ব্যবসায়িকসাফল্য তুলেধরেঅভিনন্দনজানানএবংকাঙ্খিত সেবাপ্রদানেরমাধ্যমে ২০২৩সালেরব্যবসায়িকলক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মকপ্রচেষ্টাগ্রহণেরপরামর্শ দেন।