Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

অনলাইন ডেস্ক, দৈনিক খোলা বাজারঃ  অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য গতিপথ দেখে কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

তিনি শনিবার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানোর পাশাপাশি বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেতই বহাল থাকবে। পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি হবে।

সংকেতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর ঘোষণা দেবে বলে জানান প্রতিমন্ত্রী এনামুর।

এখন আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে। আর পায়রায় রয়েছে ৪ নম্বর সংকেত