অনলাইন ডেস্ক, দৈনিক খোলা বাজারঃ অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য গতিপথ দেখে কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
তিনি শনিবার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানোর পাশাপাশি বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেতই বহাল থাকবে। পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি হবে।
সংকেতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর ঘোষণা দেবে বলে জানান প্রতিমন্ত্রী এনামুর।
এখন আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে। আর পায়রায় রয়েছে ৪ নম্বর সংকেত