Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য জনাব মোঃ মজিবর রহমান বাবু (৩৪) নিজ উদ্যোগে সর্বদাই মানব সেবাই নিয়োজিত।
সোমবার (১৫ মে) উপজেলার নাওডাঙ্গা গ্রামে আব্দুল কাদের জেলানীর মাজারে গরীব দুঃখী ও অসহায় মানুষদের মাঝে তোবারক নিজ হাতে বিতরন করেন।
স্থানীয়রা জানান, মজিবর রহমান বাবু (মেম্বার) এত ভালো কাজে সবসময় নিয়োজিত থাকবে তা আমরা কখনো ভাবতেই পারিনি। আপদে বিপদে সবসময় তাকে ডাকলে আমরা পাশে পাই। তিনি কখনো কোন গরীব মানুষের হক মেরে সে নিজের পকেট ভারায় না। পাড়লে নিজের থেকে আরো কিছু দেয়ার চেষ্টা করে।
গোলাম মোস্তফা (শিক্ষক) জানান, মজিবর রহমান বাবুর (মেম্বার) বয়স খুবেই কম। সে তার ওয়ার্ডেকে ডিজিটাল ওয়ার্ডে পরিনিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন থেকে যা বাজেট সে পায় তা তার ওয়ার্ডের কাজে লাগায়। কখনো সে সরকারি অনুদানের একটা জিনিস এদিক ওদিক করে না। সমান ভাবে গরীব দুঃখীদের মাঝে বিতরন করে দেয়। সে প্রতিনিয়ত গরীব দুঃখীদের বাড়িতে যায় এবং তাদের খোঁজ খবর নিয়ে থাকে। সে সর্বদাই ন্যায়ের পথে চলে।
সংশ্লিষ্ট ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান বাবু জানান, আমার নাওডাঙ্গা ৭নং ওয়ার্ডে জনগন ভালোবেসে তাদের মূল্যবান ভোটগুলো দিয়ে আমাকে তারা জয় যুক্ত করে তুলেছে। তাদের কাছে আমি ঋনী হয়ে গেলাম।  আমি আমার নির্বাচনী ওয়ার্ডে সবার  কাছে কৃতজ্ঞ থাকবো। নির্বাচনের ৫ বছরের মধ্যে আমার ১ বছর ৫ মাস অতিবাহিত হয়েছে। আর কয়েকটা বছর আছে এই বছরগুলোকে আমার নির্বাচনী এলাকায় কাজে লাগাবো। বিশেষ করে বল্যবিবাহ আমি থাকতে দিতে দিবো না।  তিনি আরো জানান, আমি সর্বদাই আমার নির্বাচনী ওয়ার্ডের গরীব দুঃখীদের সেবা করে যাবো। আমি বুঝি না হিন্দু আমি বুঝি না মুসলিম সবাই আমারা একে রক্তে মাংসে গড়া মানুষ। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সারাটিজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা শাখার সদস্য অন্তর কুমার রায়, মোঃ আব্দুর রশিদ,  মোস্তফা আলী, পুনিল চন্দ্র, রফিকুল ইসলাম, মজিদুল ইসলাম প্রমুখ।