Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১৭ মে খোলা বাজার অনলাইন ডেস্ক : শরীয়াহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২টি উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।উপশাখাগুলো হলো- কুমিল্লার নুর মসজিদ রোডে বাদশা মিয়া বাজার উপশাখা এবং নারায়ণগঞ্জের এস. এম. মালেহ রোডে টানবাজার উপশাখা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখা দুটির উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।