
বিশ্ববাংলা সংস্কৃতি পরিষদ এর আয়োজনে গত ১১ মে সন্ধায় রাজধঅনীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী,এ কে আর গ্রুপ এর ম্যানেংজিং ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবক কবি এম রহমান রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ড.নজরুল ইসলাম খান,রীনা রায়,,সোনালী চক্রবর্তী ,সিদার্থ রায়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন রাইমা আক্তার রীমা।