Fri. May 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়া-রাঙ্গাবালী এলাকায় দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ১৪ বছরের বিস্ময়কর উন্নয়নের উল্লেখযোগ্য দিক লিফলেট আকারে তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান সংবাদ সম্মেলন করেছেন। আনুষ্ঠানিকভাব এ উন্নয়ন তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়র তৌহিদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।

উন্নয়ন লিফলেট বিতরণের আগে এমপি মহিব তার বক্তব্যে বলেন,’করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধ চলাকালে ধনী রাষ্ট্রগুলো যখন হিমশিম খেয়েছে তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কলাপাড়াসহ সারা দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে সক্ষমতার বার্তা দিয়েছেন।

প্রকাশিত উন্নয়ন লিফলেটে পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ এখানকার উল্লেখযোগ্য ৭৬ টি উন্নয়ন শিরোনাম তুলে ধরা হয়েছে। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এমপি মহিব বলেন, আমি বিগত সংসদ নির্বাচনের আগে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছি। কলাপাড়া-রাঙ্গাবালীকে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এলাকায় পরিনত করেছি। সালিশ বাণিজ্য বন্ধ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকার উন্নয়ন নিজে মনিটরিং করেন। আমি শুধু তার নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।