অনলাইন ডেস্ক,দৈনিক খোলা বাজারঃ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃআলীসভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে,ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ওমুহাম্মদ মোস্তফাখায়ের,উপব্যবস্থাপনাপরিচালকদ্বয় মোঃজহুরুলহক ওমোঃমাসুদুররহমানশাহ, ট্রেনিংইনস্টিটিউটেরপ্রিন্সিপাল মোঃহাবিবুররহমান, ঢাকা দক্ষিণেরআঞ্চলিকপ্রধান মোঃআব্দুররশিদ, ঢাকাউত্তরেরআঞ্চলিকপ্রধান খোন্দকারশামিমআহমেদ এবংপ্রধানকার্যালয়েরবিভাগীয়প্রধানগণঅংশগ্রহণকরেন। সভায়শাখাসমূহেরব্যবসায়িকসাফল্যেরপর্যালোচনাএবংপরবর্তীসময়েরজন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্নদিক-নির্দেশনাপ্রদানকরাহয়।