Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩৪ জন ভিজিডি কার্ডধারী মহিলার ভাগ্যে কি ঘটছে।

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলায় ১৫ টি ইউনিয়নের ৩৭২৮ জন দুঃস্থ ও অসহায় পরিবারের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় প্রতিমাসে ৩০ কেজি হারে জানুয়ারি-২০২৩ থেকে ডিসেম্বর-২০২৪ ইং পর্যন্ত ২ বছরের জন্য খাদ্য নিরাপত্তা হিসাবে শ্রীপুর ইউনিয়নের ২১২টি দুঃস্থ পরিবারের মহিলা সদস্যদের নাম যাচাই বাছাই অন্তে চূড়ান্ত তালিকা ভুক্ত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশনা বা পরিপত্র অনুযায়ী ২১২ টি কার্ড নির্বাচন সাপেক্ষে সরকার গত ঈদ-উল-ফিতরের আগে শ্রীপুর ইউনিয়নের প্রতিজন ভিজিডি কার্ডধারীর জন্য জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৩ মাসের একত্রে ৯০ কেজি চাল ২১২টি কার্ডের জন্য ১৯০৮০ কেজি চাল বরাদ্দ দেন খাদ্য অধিদপ্তর। ২১২ জন কার্ডধারীর মধ্যে ১৭৮ জন কার্ডধারীকে ৯০ কেজি করে চাল বিতরণ করলেও অহেতুক কিছু সমস্যা দেখিয়ে ৩৪ জন কার্ডধারী মহিলাদের কার্ড বা তাদের নামে বরাদ্দকৃত প্রতি জনের ৯০ কেজি হারে (৩৪×৯০)=৩০৬০ কেজি চাল ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল দেন নি।

২১ মে ২০২৩ইং তারিখে এ বিষয়ে খোঁজ নিলে জানা যায়, এ সব কার্ডধারী মহিলাদের জন্য বরাদ্দকৃত চাল ইউনিয়নের খাদ্যগুদামে মজুত আছে। অথচ তা তাদের দেয়া হয় নি।। ফলে কার্ডধারী পরিবারগুলো ঈদের আগে চাল না পেয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত।

ভুক্তভোগী কয়েকজন মহিলার নিকট জানতে চাওয়া হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এ বিষয়ে কিছু জানি না, কেন আমাদের কে কার্ড/চাল দেয়া হচ্ছে না? আমরা গরিব মানুষ আমাদের হক আমাদের দিলে আমরা একবেলা খেয়ে থাকতে পারবো।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি কায়সারের নিকট জানতে চাওয়া হলে তিনি বললেন,- এ বিষয়ে ব্যবস্হা নেয়া হচ্ছে, খুব শিগগিরই তাদের কে চাল দেয়া হবে।

ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলামের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন,- কার্ডগুলি ও তাদের নামে বরাদ্দকৃত চাল বিতরণের দায়িত্ব মহিলা বিষয়ক কর্মকর্তার উপর ন্যাস্ত করা হয়েছে।জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান কে মোবাইল ফোনে বিষয়টি জানানো হলে তিনি বলেন, জরুরী ভিত্তিতে কার্ড ও চাল বিতরণের ব্যবস্থা নেয়া হবে