Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


২৪মে খোলা বাজার অনলাইন ডেস্ক : প্রাইম ব্যাংকের এএমএল এন্ড সিএফটি ডিভিশন এর উদ্যোগে সম্প্রতি সিলেট’ এর স্থানীয় একটি কনফারেন্স হলে “এএমএল এন্ড সিএফটি কমপ্লায়েন্স” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) রূপ রতন পাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এসইভিপি ও উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।
প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চলের ২০টি শাখার অপারেশন ম্যানেজার সহ মোট ১৫৪ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচীতে মোট ৫টি সেশনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। রিসোর্স পার্সন হিসেবে সেশনসমুহ পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের পরিচালক (পরিদর্শন) একেএম এহসান এবং প্রাইম ব্যাংকের এএমএল এন্ড সিএফটি ডিভিশনের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ কর্মসূচীর শেষে প্রশ্নোত্তর পর্ব এবং মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।